গত ২০/০৭/২২ তারিখে জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মির্জা শাহ্রান হোসাইন এর নেতৃত্বে একটি মনিটরিং টিম টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ পরিদর্শন করে অভিযানকালে হোটেল রেস্তোরাঁ কর্তৃপক্ষকে রেস্তোরাঁর বিভিন্ন অসংগতি বিষয়ে অবগত করা হয় এবং ৭ দিনের সময় বেধে দেওয়া হয়। উক্ত ৭ দিনের মাঝে কর্তৃপক্ষ যাবতীয় অসংগতি সংশোধনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস